দক্ষিণ আফ্রিকায় গির্জায় হামলা, পাঁচজন নিহত

দক্ষিণ আফ্রিকার গুটেং প্রদেশে একটি গির্জায় হামলার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ শনিবার প্রদেশটির জোয়ানেসবার্গ শহরের পশ্চিমে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুলিশ বলছে, এরই মধ্যেই জিম্মিদশা থেকে শিশুসহ অনেককে উদ্ধার করেছে তারা। এ ছাড়াও, হামলা সংশ্লিষ্ট রাইফেল, শটগান ও হ্যান্ডগানসহ ৪০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

এর আগে টুইটারে কিছু অস্ত্রের ছবি প্রকাশ করে ‘জিম্মি পরিস্থিতি’ নিয়ে অভিযানের কথা জানায় পুলিশ।

পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়, তাৎক্ষণিকভাবে এ হামলার মোকাবিলা করায় অনেকেই মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন।

এদিকে, স্থানীয় গণমাধ্যম বলছে, ওই চার্চে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে।

কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় কোনো সন্ত্রাসী গোষ্ঠী জড়িত নয় বলে ধারণা তাদের। গির্জাটি ঘিরে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে মনে করছে তারা।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //