দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে কামরুল ইসলাম (৫০) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। তার বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে। 

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টার দিকে সাউথ লেনাসিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কামরুল নোয়াখালীর নরোত্তমপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বেলু চৌধুরীর ছেলে। 

নিহতের পরিবারের বরাত দিয়ে তার প্রতিবেশী মোহাম্মদ ইউসুফ জানান, ৩০জুন রাতে একদল অজ্ঞাত সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এসময় কামরুল দৌঁড়ে দোকানের ভিতরে গেলে সেখানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি করে।

ইউসুফ আরো জানান, তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় হামলাকারীরা। কোন গ্রাহকের সাথে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে তার সাথে আফ্রিকায় থাকা লোকজন ধারণা করেছে। 

জানা যায়, দক্ষিণ আফ্রিকা যাওয়ার পূর্বে কবিরহাট বাজারে মুভি স্টার নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল কামরুলের। পরবর্তীতে জীবিকার তাগিদে গত ৪-৫ বছর আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যান তিনি। পরে সাউথ লেনাসিয়া এলাকায় নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। 

উল্লেখ্য, কামরুল ইসলামসহ গত তিন বছর দক্ষিণ আফ্রিকায় কর্মরত নোয়াখালীর ১৮জন নিহত হয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //