লেবাননে শ্বাসকষ্টে মারা গেছেন বাংলাদেশি নারী

লেবাননে শ্বাসকষ্টে মারা গেছেন মর্জিনা বেগম নামে বাংলাদেশি এক নারী কর্মী। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বিলতার গ্রামে। বাবার নাম শেখ আলতাফ হোসেন। 

শনিবার (৩০ মে) রাজধানী বৈরুতের মাকাসাদ হাসপাতালে স্থানীয় সময় বিকালে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ হাসপাতালের হিমঘরে আছে।

মৃত মর্জিনা বেগমের বোন লেবানন প্রবাসী নাসরিন বেগম জানান, ৭ বছর আগে গৃহকর্মীর ভিসায় লেবানন আসে মর্জিনা বেগম। বারবির এলাকায় একটি ছোট রুমে দুইবোন এক সঙ্গে থাকতেন। গত ২ সপ্তাহ যাবত মর্জিনা বেগম শ্বাসকষ্টে ভুগলেও অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছিলেন না।

তিনি জানান, শনিবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত মাকাসাদ হাসপাতালে নিয়ে আসলে কয়েক ঘণ্টা পরেই মর্জিনা বেগম মারা যান। চিকিৎসক জানায়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।

এদিকে তার আকস্মিক মৃত্যুর সংবাদে এলাকাসহ পরিবারে শোকের ছায়া নেমে আসে। পরিবারে তার স্বামীসহ ২ সন্তান রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //