লিবিয়াতেই নিহত বাংলাদেশিদের দাফন

লিবিয়ায় অপহরণকারীদের হাতে জিম্মি দশায় নিহত ২৬ বাংলাদেশিকে সে দেশেই দাফন করা হয়েছে। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় স্থানীয় মিলিশিয়া বাহিনীর চাপের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাফন করে। 

শনিবার (৩০ মে) লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর এ এস এম আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সম্প্রতি লিবিয়ার মিজদা শহরে মানবপাচার জিম্মি ঘটনায় ২৬ বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির রাজধানী ত্রিপোলি থেকে মিজদার দূরত্ব অনেক। এছাড়া গৃহযুদ্ধ কবলিত লিবিয়া থেকে নিহতদের লাশ বাংলাদেশে নেয়ার মতো বাস্তবতা নেই। ফলে তাদের মরদেহ লিবিয়াতেই দাফন করা হয়েছে। 

একই ঘটনায় আহত ১১ বাংলাদেশির প্রসঙ্গে দূতাবাসের কাউন্সেলর আশরাফুল ইসলাম জানান, আহত বাংলাদেশিদের বর্তমানে ত্রিপোলির হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা সবাই সুস্থ আছেন।

গত ২৮ মে মানবপাচারকারীরা লিবিয়ায় জিম্মি অবস্থায় থাকা ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় আরো ১১ বাংলাদেশি আহত হন। এছাড়া এক বাংলাদেশি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সমর্থ হন। মোট ৩৮ বাংলাদেশি জিম্মি অবস্থায় ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //